সুনামগঞ্জ প্রতিনিধি

০৩ আগস্ট, ২০১৯ ০২:২০

গুজবে কান দেবেন না: সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, তাদের ঘৃণা করতে হবে। আধুনিক ও বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। চাঁদে সাঈদীকে দেখা গেছে—এগুলো বিশ্বাস করা যাবে না। মাথা কেটে নিয়ে যাবে বা কেটে নিয়ে গেছে—এমন গুজবে কান দেবেন না। কোনোদিনই কোথাও সেতু নির্মাণের জন্য মাথা কেটে নেয়নি। এসব বিষয় বুঝতে হবে, বাবা-মাকেও বোঝাতে হবে। মানুষ মঙ্গলে যাবার চেষ্টা করছে, এটি সত্য। কিন্তু চাঁদে অসম্ভব কিছু দেখা গেছে, এটি সত্য নয়।’

শুক্রবার (২ আগস্ট) বিকালে সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ৪৪ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘এখন দেশে ডেঙ্গু আতঙ্ক আছে। এটি থাকবে না। কলেরা, আমাশয়, বসন্ত, ম্যালেরিয়া যেভাবে দূর হয়েছে, ডেঙ্গুও সেভাবে দূর হবে।’

উন্নয়ন কাজে পেছন থেকে বিরোধিতা-অসহযোগিতা করার সমালোচনা করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় বা মেডিক্যাল কলেজ হওয়া মানে একটি আলাদা শহর গড়ে ওঠা। যারা কিছুই করতে পারেন না, তারা স্থান কোথায় হবে, এই নিয়ে কথা তুলেন।’

এসময় আরও ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত