দিরাই প্রতিনিধি

০৫ আগস্ট, ২০১৯ ১৯:৩৩

দিরাইয়ে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

সুনামগঞ্জের দিরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  

সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা আয়োজনের বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম সকলের প্রতি আহবান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহসভাপতি সিরাজ দৌলা তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, রতন কুমার দাস তালুকদার, মুজিবুর রহমান, শিবলী আহমদ বেগ, আব্দুল কুদ্দুস, মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম,দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, উপজেলা উদীচীর সভাপতি নারায়ন দাস, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের প্রভাষক কামনাশীষ রায়, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, খেলা ঘরের আহবায়ক প্রদীপ দে, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, শ্রমিক লীগ সভাপতি কপিল উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


আপনার মন্তব্য

আলোচিত