হবিগঞ্জ প্রতিনিধি

০৭ আগস্ট, ২০১৯ ২১:৫৪

একদিনে হবিগঞ্জ জেলা প্রশাসনের ৮৯ কর্মচারী বদলী

একদিনে হবিগঞ্জ জেলা প্রশাসনের আওতায় রাজস্ব খাতে কর্মরত ৮৯ কর্মচারীকে বদলী করা হয়েছে। বুধবার দুপুর পৌনে ৩টায় বিষয়টি নিশ্চত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া। এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মাহমুদুল কবীরের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)’র আদেশে তাদেরকে বদলী করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বদলিকৃতদের মধ্যে ৬ জন প্রধান সহকারী কাম হিসাব রক্ষক, ১১ জন জারিকারক, ৭ জন চেইনম্যান ও ৬৫ জন অফিস সহায়ক রয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট)’র মধ্যে তাদেরকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসে একনাগাড়ে ৩ বছরের বেশি সময় ধরে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের বদলি করা হয়েছে।

জনগণের সেবা প্রাপ্তি নির্বিঘ্ন করতে ও রাজস্ব প্রশাসনে গতিশীলতা এবং স্বচ্ছতা আনার উদ্দেশ্যেই এই বদলী করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত