শ্রীমঙ্গল প্রতিনিধি

১০ আগস্ট, ২০১৯ ১৪:৪৮

শ্রীমঙ্গলে পশুর অবৈধ হাট

ফাইল ছবি

কোরবানির ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দুটি স্থানে অবৈধভাবে পশুর হাট বসানো হয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন বৈধ ইজারাদাররা।

অবৈধ পশুর হাট বসানো হয়েছে শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের বরুণা হাজীপুর বাজার ও ভৈরবগঞ্জ বাজারে।

অভিযোগ আছে, ওই সকল হাটে রাজস্ব ফাঁকি দিয়ে কোন রকম রশিদ ছাড়াই পশু কেনাবেচা হচ্ছে।

শ্রীমঙ্গলে তিনটি বৈধ প্রাণির হাট রয়েছে। এগুলো হলো- শ্রীমঙ্গল শহরের সাগরদিঘীরপাড়, সিন্দুরখাঁন ইউনিয়নের সিন্দুরখাঁন বাজার ও মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজারে।

বৈধ গরুর হাটের ইজারাদার আজিজুর রহমান দুলাল অভিযোগ করে বলেন, উপজেলার যে দুটি স্থানে অবৈধ হাট বসানো হয়েছে এই বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এতে করে বৈধ হাটগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে। সরকারও তার ন্যায্য রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুর রহমান বলেন, অবৈধ হাটে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা ঈদের অনেক আগেই বলেছিলাম কেউ যদি অস্থায়ী পশুর হাট বসাতে চায় তাহলে আমাদের কাছে যথাযথ আবেদন করতে হবে, কিন্তু কেউ আবেদন করে নি।

আপনার মন্তব্য

আলোচিত