গোলাপগঞ্জ প্রতিনিধি

১১ আগস্ট, ২০১৯ ১২:৪৩

গোলাপগঞ্জে কখন কোথায় ঈদের জামাত

ফাইল ছবি

আগামীকাল সোমবার পবিত্র ঈদ-উল-আজহা। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ঈদগাহে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঘোষণা করা হয়েছে ঈদের জামাতের সময়সূচি।

ঈদের দিন সকালে বৃষ্টি বা দুর্যোগজনিত বাধা তৈরি হলে ঈদগাহের নিকটবর্তী মসজিদে ঈদের নামাজ আদায়ের বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত সংবাদে জানা যায়, উপজেলার পৌর এলাকার ফুলবাড়ী বড় মোকাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ৮টায়, রণকেলী ইয়াগুল ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, রণকেলী নিলামবাড়ী ঈদগাহে সকাল ৮টায়, রণকেলী বনবাড়ী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ঘোগারকুল ঈদগাহ মাঠে সকাল ৮টায়, ঘোষগাঁও নয়াটুল খালপাড় ঈদগাহ মাঠে সকাল ৮টায়, টিকরবাড়ী জামে মসজিদে সকাল ৮টায়, রণকেলী দক্ষিণভাগ ঈদগাহে সকাল ৮টায় ও সরস্বতি নিজগঞ্জ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সদর ইউনিয়নের রাণাপিং শাহী ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায়, গীর্দ্দ, ঘোগা মঞ্জুরাবাদ(জিজিএম) ঈদগাহেও সকাল ৮টায়, রাণাপিং মাদ্রাসায় সকাল ৮টায়, রাণাপিং কেন্দ্রীয় ঈদগায় সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, কানিশাইল দিঘিরপার ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, ঢাকাদক্ষিণ দিঘিরপাড় জামে মসজিদে সকাল ৮টায়, ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, নগর শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, দত্তরাইল উত্তরগাঁও জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, উজান মেহেরপুর শাহী ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর শুকনা লামা পাড়া জামে মসজিদে সকাল ৮টায়, দড়া নতুন মসজিদে সকাল ৮টায়, লক্ষীপাশা ইউনিয়নের জগঝাপ কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, ঘোষগাঁও তাহিরের পাড়া জামে মসজিদে সকাল ৮টায়, বুধবারী বাজার ইউনিয়নের বহরগ্রাম মোহাম্মদিয়া ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, লক্ষনাবন্দ শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, আমুড়া ইউনিয়নের ধারাবহর কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, ধারাবহর কালিমাবাদ জামে মসজিদে সকাল ৮টায় এবং বাঘা গোলাপনগর আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায়, বাঘা কালাকোনা জামে মসজিদে সকাল ৮টায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে ঈদ উল আজহা উপলক্ষে থানা প্রশাসনের পক্ষ থেকে পুরো উপজেলায় কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান।

আপনার মন্তব্য

আলোচিত