নবীগঞ্জ প্রতিনিধি

১৫ আগস্ট, ২০১৯ ১৪:০০

নবীগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। র‌্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তোহিদ-বিন হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শাওনেয়াজ মিলাদ গাজী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আবুল ফজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জর থানার অফিসার ইনচার্জ ইকবাল আহমেদ, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, পৌরসভারে প্যানেল মেয়র এটিএম সালাম, কাউন্সিলর আব্দুস সালাম, প্রাণেশ দেব, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক গুল আহমেদ কাজল, যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, খয়রুল বসর চৌধুরী, আমিনুর রহমান সুমন।

আরও বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ইকবাল আহমেদ বেলাল, ওহি দেওয়ান, ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার, ছাত্রলীগ নেতা মহিনুর রহমান,আবুল হোসেন,প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহনেয়াজ মিলাদ গাজী বলেন, “আমরা যারা আজ সোনার বাংলা বলি বঙ্গবন্ধুর জন্ম না হলে সোনার বাংলা সৃষ্টি হত। না জাতি স্বাধীন হত না। একটা তর্জনী একটা মানচিত্র একটা বাংলাদেশের অহংকার  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”

আলোচনা সভার পূর্বে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। ব্যক্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে  জাতির জনকের জীবনী নিয়ে আলোচনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত