বড়লেখা প্রতিনিধি

১৭ আগস্ট, ২০১৯ ২৩:৫৫

রাজনৈতিক কাঠামো মজবুত না থাকলে উন্নয়ন বেশি দূর এগোয় না

বড়লেখায় ড. খলীকুজ্জামান

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, ‘সব মানুষকে নিয়ে এগিয়ে যেতে হবে। মানুষকে মর্যাদা দিতে হবে। কিছু মানুষ পিছিয়ে আছে। তারা আসলে বংশানুক্রমে দারিদ্র্যসীমার নিচে রয়েছে। তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। রাজনৈতিক কাঠামো যদি মজবুত না থাকে, তাহলে উন্নয়নকে বেশি দূর এগিয়ে নেওয়া যাবে না। এক্ষেত্রে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে।’

শনিবার (১৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচি’র উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ উপরোক্ত কথাগুলো বলেন। দাসেরবাজার আলী কমিউনিটি সেন্টারে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র অনুষ্ঠানের আয়োজন করে।

ড. কাজী খলীকুজ্জামান আহমদ আরো বলেন, ‘যারা ধনী, তারা ধনী থাকবে। যারা দরিদ্র, তারা দরিদ্র থাকবে এটা কাম্য নয়। আমরা নিজেদের স্বার্থ চাইবো। তবে অন্যের ক্ষতি করে নয়। উন্নয়নের মহাসড়কে টিকে থাকতে হলে তৃণমূল পর্যায় থেকে সামাজিক ব্যাধি দূর করতে হবে। যেমন, মাদক, বাল্যবিয়ে এগুলো দূর করতে হবে। এগুলো সমৃদ্ধির পথে বাধার সৃষ্টি করে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ্ বিন সামসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীমউদ্দীন, প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দীক প্রমুখ।

এসময় বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, দাসেরবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কমর উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত