নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০১৯ ০২:১৯

উপশহরে অগ্নিকাণ্ডের ভুল তথ্যে ফায়ার সার্ভিসকে বিভ্রান্ত, এলাকায় আতঙ্ক

সিলেট নগরীর উপশহরে আগুন লেগেছে- শনিবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে একটি মোবাইল নাম্বার থেকে ফোন করে জানানো হয় এমন তথ্য। এই খবর পেয়ে সাথেসাথেই উপশহরে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি গাড়ি।
 
ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি সাইরেনের শব্দে সড়কে এসে জড়ো হন উপশহর এলাকার বাসিন্দারা। উপশহরের সি ব্লক মেইন রোডে এসে ফায়ার সার্ভিসের গাড়ি থেমে একটি ঠিকানা খুঁজতে থাকেন ফায়ার সার্ভিস কর্মীরা।

তবে ওই এলাকায় গিয়ে আগুনের দেখা পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে উপশহরের অন্যান্য ব্লকেও খোঁজ করতে থাকেন তারা। এসময় উপশহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

তবে অনেক খুঁজেও উপশহরের কোথাও আগুনের দেখা মেলেনি।

ফায়ার সার্ভিসের সিলেট অফিসের ইর্মাজেন্সি বিভাগের দায়িত্বরত কর্মীরা জানান, ০১৭১৪১৩২৩৯৭ এই নম্বরে ফোন করে জানানো হয় উপশহর সি ব্লকে আগুন লেগেছে। খবর পেয়ে আমরা দ্রুত চলে আসি।  পরে এই নাম্বারে ফোন দিলে কোন সদুত্তর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত