ছাতক প্রতিনিধি

২০ আগস্ট, ২০১৯ ১৯:১৫

ছাতকের হাওর ও পুকুরে মাছের পোনা অবমুক্ত

সুনামগঞ্জের ছাতকে ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় হাওর ও পুকুরে ২শ ৯৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে এসব মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২০আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ৩০ কেজি, থানা পুকুরে ২৫ কেজি ও নাইন্দার হাওরে ২শ ৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের আনুষ্টানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীল, মৎস্য ব্যবস্থাপনা কমিটির সদস্য চান মিয়া চৌধুরীসহ কর্মকর্তা, মৎস্যজিবী উপস্থিত ছিলেন। এরপর নাইন্দার হাওরে মৎস্য পোনা অবমুক্ত করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন, দিরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, চান মিয়া চৌধুরী, আব্দুল কাইয়ুম, লিজন তালুকদার, জাহাঙ্গির আলম, উপজেলা মৎস্য কার্যালয়ের ইমামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত