নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০১৯ ২০:২৬

নগরীর ৭ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেট নগরীর সুরমা মার্কেট ও শিবগঞ্জ এলাকায় ৭টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া এবং এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়া।  

বুধবার (২১ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

সুরমা মার্কেট ও শিবগঞ্জ এলাকার ৭ টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন কারণে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত হোটেলগুলো হলো, পাপড়িকা রেস্টুরেন্ট, উত্তরা রেস্টুরেন্ট, মহানগর রেস্টুরেন্ট।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এম কাজী এমদাদুল ইসলামের নির্দেশনায় আমরা এই অভিযান পরিচালনা করেছি। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
 

আপনার মন্তব্য

আলোচিত