শ্রীমঙ্গল প্রতিনিধি

২৩ আগস্ট, ২০১৯ ১৮:২৯

কুকুরের কামড়ে গুরুতর আহত বিপন্ন প্রজাতির বানর উদ্ধার

কুকুরের কামড়ে গুরুতর আহত অবস্থায় একটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন। শুক্রবার সকালে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ষাটটুলা বস্তি থেকে এটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, লজ্বাবতী বানরটি কুকুরের আক্রমনের শিকার হয়। বানরটির সারা শরীরে কামড়িয়ে আহত করে কুকুর। স্থানীয় লোকজন আমাদের খবর দিলে আমরা প্রাণীটি উদ্ধার করে নিয়ে আসি। প্রাণীটির অবস্থা আশংকাজনক। প্রাণীটির পুরো শরীরে ক্ষত তৈরী হয়েছে, আমরা চেষ্টা করছি প্রাণীটিকে সুস্থ করে তোলার জন্য। প্রাণীটি বন ছেড়ে খাবারের সন্ধ্যানে এখানে আসলে কুকুরের দল এটিকে আক্রমন করে। লজ্বাবতী বানর বর্তমানে মহাবিপন্ন প্রজাতির প্রাণী।

আপনার মন্তব্য

আলোচিত