নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০১৯ ০০:৩০

চলতি বছরেই নগরীর সব ওয়ার্ডে বসবে সিসি ক্যামেরা

চলতি বছরেই সিলেট নগরীর সব ওয়ার্ডে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

রোববার সিটি করপোরেশনের বাজেট বক্তৃতায় মেয়র বলেন, নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে নগরীর ১২টি ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন করেছি। আশা করছি, চলতি বছরেই নগরীর অন্যান্য ওয়ার্ডেও পর্যায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ করতে পারবো।

মেয়র বলেন, নগরীকে আলোকিত করার জন্য সোলার স্ট্রিট লাইট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় নগরজুড়ে ১১শ ২১টি স্টিট লাইট ইতিমধ্যে স্থাপন করা হয়েছে।

সিলেটে আলোকোজ্জল পরিবেশ তৈরি ও নিরাপত্তা বৃদ্ধি করতে এ উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, সিসিকের উদ্যোগে এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে এই স্টিট লাইটগুলো স্থাপন করা হয়েছে।

বাজেট বক্তৃতায় মেয়র জানান, সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে ২৫শ ননসোলার এলইডি লাইট স্থাপন করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর একটি হোটেলের হলরুমে ২০১৯-২০ অর্থবছরে সিলেট সিটি করপোরেশনের ৭৮৯ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন মেয়র।

আপনার মন্তব্য

আলোচিত