বড়লেখা প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০১৯ ২২:১৬

বড়লেখায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী

মৌলভীবাজারের বড়লেখায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করে।

৫ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চত্বরে এই মেলা শুরু হয়। মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছ নিয়ে সরকারি-বেসরকারি ৭টি স্টল অংশ নেয়। মেলায় এবারের প্রতিপাদ্য ছিল ‘‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্ঠি সম্মত খাবার।’’

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার। উপ সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল সরকার, বৃক্ষবন্ধু নার্সারির স্বত্বাধিকারী সোনাহর আলী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ প্রমুখ।

মেলায় অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি স্টলের মধ্যে প্রথম হওয়ায় আলোচনা সভা শেষে বৃক্ষবন্ধু নার্সারির স্বত্বাধিকারী সোনাহর আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত