তাহিরপুর সংবাদদাতা

০৭ সেপ্টেম্বর, ২০১৯ ২৩:৫৯

নদীতে চাঁদাবাজি করলে কোন ছাড় নেই : এসপি

যাদুকাটা নদীতে চাঁদাবাজি করলে কোন ছাড় দেওয়া হবে নাবলে হুঁশিয়ারি দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেছেন, নদীতে নিয়ম মেনে কাজ করুন। তাহলে কোন সমস্যা হবে না। আর কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে নদীতে কিছু করতে চাইলে সে যত প্রভাবশালী হোক না কেন তার উদ্দেশ্য সফল হবে না।

শনিবার সকালে বাদাঘাট ইউনিয়নের ঘাগরা গ্রামে এক শ্রমিক সমাবেশে যাদুকাটা নদীর শ্রমিকদের উদ্দেশ্য এসব কথা বলেন সুনামগঞ্জের পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন রতন এমপি, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনাসিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, আলখাছ উদ্দিন খন্দকার, মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, উত্তর বড়দল ইউনিয়নের যুবলীগ সভাপতি মাসুক মিয়া, ছাত্রলীগ সভাপতি আবুল বাসার, শাহ আরফিন সমিতির সভাপতি আব্দুল শহিদ,ছাত্রলীগ নেতা রাহাদ হায়দার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত