জকিগঞ্জ প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৫৬

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ

সিলেটের জকিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় জকিগঞ্জে গত একমাসে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা।

সোমবার ( ৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কমিটির সদস্য সচিবকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। এছাড়াও  মাদক, চোরাচালান, ভারতীয় তীর নামক জুয়া খেলা নিয়ন্ত্রণ করার তাগিদ দেয় হয়।

সভায় বক্তারা বিভিন্ন জকিগঞ্জ সংগঠিত বিভিন্ন ডাকাতির কথা উল্লেখ করে বলেন, ১৫ আগস্ট বারঠাকুরী ইউনিয়নের দরিয়াপুর গ্রামে বদরুল হকের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এরপর ২৩ আগস্ট মরিচা গ্রামে ডাকাতির  চেষ্টাকালে পুলিশের সাথে ডাকাত দলের সাথে বন্দুক যুদ্ধে একজন ডাকাত নিহত ও তিনজন পুলিশ আহত হওয়ার ঘটনা দাবী করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৯ থেকে ১০ জন ডাকাতের বিরুদ্ধে থানায় দুটি মামলা রেকর্ড করেন। একটি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলেও পুলিশ জানায়।

বক্তারা বলেন, জকিগঞ্জে বন্দুক যুদ্ধে নিহতের ঘটনা এটাই প্রথম। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ৭ সেপ্টেম্বর সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল গ্রামের জামাল আহমদের বাড়ীতে আবারো দুর্ধর্ষ ডাকাতি হয়। নগদ ৪ লক্ষ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুটে নেয় ডাকাতরা। এ ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন গৃহকর্তা ঠিকাদার জামাল আহমদ।

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ পৌর মেয়র খলিল উদ্দিন, সদস্য সচিব জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, ইউপি চেয়ারম্যান কবির আহমদ, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, সদস্য সেলিম সওদাগর, আব্দুর রহমান, বিজিবি প্রতিনিধিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত