তাহিরপুর প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর, ২০১৯ ২১:২৮

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন, ৮০ হাজার টাকা জরিমানা, আটক ২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় পাঁচটি নৌকা জব্দ করা হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান পলাশ।

আটক যুবকরা হলেন-পার্শ্ববর্তী বিশ্বম্ভপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুল মালিক (২৭) ও একই গ্রামের সাধু মিয়ার ছেলে নিয়ামুল মিয়া (২৫)।

পরে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আমির উদ্দিন আটক যুবকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গেলে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মুনতাসির হাসান পলাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়াও পাঁচটি নৌকার জন্য আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত