নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৫৪

সিলেটের অগ্নিদগ্ধ সেই শিশু মারা গেছে

জকিগঞ্জের আটগ্রামে সরকারি গুচ্ছগ্রামে শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ সেই শিশু মারা গেছে। গত শনিবার অগ্নিকাণ্ডে একই পরিবারের ১ শিশু ও ২ নারী দগ্ধ হয়েছিলেন। মারা যাওয়া সেই শিশুর নাম বুশরা বেগম (৩)।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে এ ঘটনায় অগ্নিদগ্ধ বুশরার মা রুশনা বেগম ও তার বোন ফাতিহা বেগমের চিকিৎসা চলছে। গত শনিবার (৭ সেপ্টেম্বর) জকিগঞ্জের গুচ্ছগ্রামে মখদ্দছ আলীর বাড়িতে কয়েল থেকে আগুন লাগে। পরে আগুন পুরো ঘর ছড়িয়ে পড়লে মখদ্দছ আলীর স্ত্রী রুশনা বেগম, দুই মেয়ে- ফাতিহা ও বুশরা অগ্নিদগ্ধ হয়।

জকিগঞ্জ থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসকদের পরামর্শে রোববার (৮ সেপ্টেম্বর) তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু বুশরার মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত