শ্রীমঙ্গল প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৩৩

কুড়িগ্রাম থেকে উদ্ধার করা বনরুই লাউয়াছড়ায় অবমুক্ত

কুড়িগ্রাম থেকে উদ্ধার করা একটি বনরুই মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়ায় অবমুক্ত করা হয়েছে ৷

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বনরুইটি অবমুক্ত করা হয় ৷ গত আগস্ট মাসের ৯ তারিখে কুড়িগ্রাম থেকে বনরুইটি উদ্ধার করা হয় বলে বনবিভাগ সূত্রে জানা যায়।

ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর নারগিস সুলতানা বলেন, কুড়িগ্রামের উপজেলা নির্বাহী অফিসারকে অজ্ঞাত পরিচয়ে একজন লোক ফোন করে বনরুইটির তথ্য দেয়। পরে আমরা বনরুইটিকে সেখান থেকে উদ্ধার করে ঢাকায় আনি তারপর আজ আমরা এটিকে লাউয়াছড়ায় অবমুক্ত করলাম।

সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান জানান, লাউয়াছড়ায় প্রচুর বিরল প্রজাতির প্রাণী রয়েছে তার মধ্যে বনরুই অন্যতম। প্রায়ই আমরা দুর দূরান্তে উদ্ধার হওয়া বনরুই লাউয়াছড়ায় অবমুক্ত করি এরই ধারাবাহিকতায় আজ আমরা এই বনরুইটিকে এখানে অবমুক্ত করলাম ৷

বনরুইটি অবমুক্তকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান, রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর অসীম কুমার মোদক, ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর নারগিস সুলতানা ৷

আপনার মন্তব্য

আলোচিত