চুনারুঘাট প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০২:২১

চুনারুঘাটে ইছালিয়া ছড়ায় সেতুর অভাবে দুর্ভোগ

হবিগঞ্জের চুনারুঘাট গাজীপুর ইউনিয়নের ইছালিয়া ছড়ায় একটি ব্রিজের অভাবে প্রায় ৩ লক্ষাধিক মানুষে দুর্ভোগ পোহাচ্ছেন।

জানা যায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা, ছনখলা, কারিশাবস্তি, কোনাগাঁও, বড়জুম, জারুলিয়াসহ পূর্বাঞ্চলের ১০/১২টি গ্রামের বাসিন্দার যাতায়াতের একমাত্র সড়ক এই কাঠের সাকো।  ইছালিয়া ছড়ার উপর একটি ব্রিজ না থাকায় জরাজীর্ণ একটি কাঠের সাকো দিয়ে ঝুঁকি নিয়ে স্কুল -কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ এলাকার বাসিন্দা যাতায়াত করতে হয়। এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য উপজেলা ও জেলা সদরে সরবরাহ করতে পারছেন না। এতে তাদের উৎপাদিত পণ্যের উপযুক্ত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে।

১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির খান জানান, আমরা ইতিমধ্যে ইছালিয়া ছড়ায় একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। অচিরেই এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।

আপনার মন্তব্য

আলোচিত