নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৩২

সিলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মো ফরিদ উদ্দিন, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিমসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

শেষে ফানুস উড়িয়ে টুর্নামেন্টের সিলেট পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা।

উদ্বোধনী দিনে ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলা (অনূর্ধ্ব-১৭) দলের মধ্যে বালক ও বালিকা গ্রুপে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষ হলে পর্যায়ক্রমে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে দলগুলো।

টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে ব্রাজিলে উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার।

আপনার মন্তব্য

আলোচিত