ছাতক প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:১৩

ছাতকে দরিদ্রদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ

সুনামগঞ্জের ছাতকে ৩শ হতদরিদ্রদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের বাসিন্দা সমাজসেবী সায়েম আহমদের উদ্যোগে ইউনিয়নের জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সিংচাপইড়, মামদপুর ও চিকনিকান্দি গ্রামের হতদরিদ্র পুরুষ ও মহিলাদের মধ্যে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

দুপুরে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজসেবক সায়েম আহমদ।

ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও আফজাল হোসেন সেবুলের পরিচালনায় বিতরণী সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমদ, সমাজসেবক সাব্বির আহমদ, তবুল খয়ের, শিক্ষক আলাছ উদ্দিন, আফাজুল হক, জুনেদ আহমদ, মো. শাহজাহান, পাবেল আহমদ রাব্বী, আলীম উদ্দিন সজীব ও এমএ অপু আহমদ।

এ সময় মুরব্বী সিন্তার আলী, মতল মিয়া, মজম্মিল আলী, আবদুল আহাদ, মাহমুদ আলী, রমান আলী, ময়না মিয়া, সেবলু মিয়া, নুরুল হোসেন, মুহাম্মদ আলী, আবদুল ওয়াহিদ, সুরাব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত