বড়লেখা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৩৪

বড়লেখায় নিউ পপুলার ডায়াগনস্টিকসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে  পৌর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারসহ তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন এই জরিমানা করেছেন।

ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করে পরীক্ষা করাসহ বিভিন্ন অপরাধে শহরের হাসপাতাল রোড এলাকার নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ও অনঅনুমোদিত ওষুধ বিক্রি করায় দক্ষিণ বাজার এলাকার সানী ফার্মেসীকে ৭ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করায় থানা মসজিদ মার্কেটের শাওন এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ডায়াগনস্টিক সেন্টারসহ তিন প্রতিষ্ঠানে জরিমানার কথা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত