সিলেটটুডে ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৪০

চেম্বার নির্বাচন: সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ইশতেহার ঘোষণা

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নির্বাচনী ইশতিহার ঘোষণা করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর দক্ষিণ সুরমাস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ ইশতিহার ঘোষনা করেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের জয়েন্ট কনভেনার ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক সভাপতি ফারুক আহমেদ মিসবাহ।

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সভাপতি ও চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও মিশফাক আহমদ চৌধুরী মিশু উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, চেম্বারের সাবেক নির্বাচন কমিশনার বিজিত চৌধুরী, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও চেম্বারের সাবেক সহ সভাপতি হাজী দেলোয়ার হোসেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিএনজি এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও চেম্বারের সাবেক পরিচালক আমিরুজ্জামান।
 
উপস্থিত ছিলেন, সাবেক সহ সভাপতি দেলওয়ার হোসেন, সাবেক সহ সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, সাবেক পরিচালক হিজকিল গোলজার, আটাব সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল জব্বার জলিল, বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ উদ্দিন, সাবেক পরিচালক ফটিক চন্দ্র সাহা, সাবেক সহ সভাপতি সোহেল আহমদ, গোলাম রব্বানী চৌধুরী, জালালাবাদের সিইও নুরুল ইসলাম বাবুল, সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান, রাশেদ চৌধুরী, রুকন উদ্দিন চৌধুরী, তোফায়েল আহমেদ চৌধুরী, গোয়াইঘাট ইউপি চেয়ারম্যান হেলাল আহমদ, সিএনজি এসোসিয়েশন এর সভাপতি আব্দুল আল মাহমুদ, সিলেট জেলা পেট্রোলিয়াম সমিতির সভাপতি মোস্তফা কামাল, চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফজর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থী আবু তাহের মো. শোয়েব, মামুন কিবরিয়া সুমন, এনামুল হক কুদ্দুস চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ, ফারুক আহমদ, মো. নজরুল ইসলাম বাবুল, জুবায়ের রকিব চৌধুরী, আক্তার হোসেন খান, আব্দুল হাদী পাবেল, শহীদ আহমদ চৌধুরী, মোহাম্মদ আব্দুস সালাম, এসোসিয়েট প্রার্থী মাসুদ চৌধুরী মাকুম, মো. এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, চন্দন সাহা, মো. আতিক হোসেন, ট্রেড গ্রুপের তাহমিন আহমদ, মো. আমিনুজ্জামান জোয়াহির, ওয়াহিদুজ্জামান চৌধুরী সবার সাথে পরিচয় করিয়ে দেন।

আপনার মন্তব্য

আলোচিত