নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০১৯ ১৮:৩৭

ছাতকে আমদানি নিষিদ্ধ বিড়িসহ দুই চোরাকারবারি আটক

সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকা থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিড়িসহ দুই জন চোরাচালানকারীকে আটক করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে বুধবার (২ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার ফয়সল আহমদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সুনামগঞ্জ  জেলার ছাতক থানাধীন জাউয়াবাজার ইউনিয়নস্থ দেবেরগাঁও পয়েন্টে ব্রিজের উত্তর পার্শ্বের রাস্তার উপর ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৫ কার্টুন (৩,১৫,০০০ শলাকা)  সেখ নাসিরউদ্দিন বিড়িসহ দুইজন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা- নুরুল হক (৬৩), পিতা-আব্দুল গফুর ও জয়নুল হক (২০), পিতা- নুরুল হক। উভয় সাং-হাবিদপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত