সিলেটটুডে ডেস্ক

০৯ অক্টোবর, ২০১৯ ১৬:৫৩

আবরার হত্যার প্রতিবাদে সিলেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দেশ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে সিলেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট।

বুধবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও জোটের নেতারা।

বক্তারা দ্রুততম সময়ে আরবার হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়াও বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বিভিন্ন হত্যা নির্যাতনের সঠিক বিচার দাবী করেন।

বুয়েটে ছাত্র রাজনীতির বন্ধের আলোচনা প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাসে যারা ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস নৈরাজ্য করে, শুধুমাত্র তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। এসময় দেশবিরোধী সকল চুক্তি বাতিলের দাবি জানান বক্তারা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত