ছাতক প্রতিনিধি

১২ অক্টোবর, ২০১৯ ১৮:০৭

জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদ’র র‌্যালী ও গণসমাবেশ

সুনামগঞ্জ জেলার শিল্পাঞ্চল হিসেবে খ্যাত বৃহত্তর ছাতকের ভৌগোলিক দিক বিবেচনায় ছাতকের ৫টি ইউনিয়ন নিয়ে জাউয়া বাজার উপজেলা নামে একটি স্বতন্ত্র উপজেলা বাস্তবায়নের লক্ষে জাউয়া বাজারে র‍্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার চরমহল্লা, জাউয়া বাজার, সিংচাপইড়, ভাতগাঁও, দক্ষিণ খুরমা ইউনিয়নের লোকজন র‍্যালী করেছে। র‍্যালী শেষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদ’র আহবায়ক, সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব এএসএম মিছবাহুজ্জামান শিলু এবং কোষাধ্যক্ষ আছাদুর রহমান আছাদ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদ’র যুগ্ম আহবায়ক, জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, যুগ্ম আহবায়ক চরমহল্লা ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল হাসনাত, যুগ্ম আহবায়ক সিংচাপইড় ইউপি চেয়ারম্যান মোজাহিদ আলী, যুগ্ম আহবায়ক ভাতগাঁও ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন, যুগ্ম আহবায়ক দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদ’র স্টিয়ারিং কমিটির সদস্য, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন শিশু মিয়া, উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাবেক চেয়ারম্যান আখলুছ মিয়া, হাজী আব্দুছ ছোবহান, রেজা মিয়া তালুকদার, তখদ্দুছ আলী পীর, এনামূল হক, লিলু মিয়া তালুকদার, আসক উদ্দিন, মাষ্টার তজম্মুল আলী খান, মাষ্টার দিগেন্দ্র কুমার তালুকদার, মাষ্টার জসিম উদ্দিন, ডাক্তার আব্দুল মছব্বির, আনোয়ার হোসেন আলী, মাষ্টার আব্দুস শহিদ, সিরাজুল হক, আল-মামুন শাহিন, আকবর আলী, ইউপি সদস্য আব্দুর রহিম, আব্দুল হক, আব্দুল কদ্দুছ সুমন, আঙ্গুর মিয়া, এসএম মাহমুদ, মুক্তিযোদ্ধা জিতু মিয়া, মহেন্দ্র কুমার বিশ্বাস, মতিউর রহমান, মাষ্টার দেওয়ান আবুল কালাম, হাজী আব্দুল হক, আব্দুল হাই, প্রভাষক সিতাব আলী, তৈয়বুর রহমান, আব্দুল হাছিব, গিয়াস উদ্দিন, আব্দুল খালিক, লায়েক মিয়া তালুকদার, মুহিবুর রহমান তালুকদার টুনু, সাবেক মেম্বার জয়নাল আবেদীন, ফজলুল করিম, জাউয়া ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক নূর মিয়া, ব্যবসায়ী কবির আহমদ, হেলাল আহমদ, রফিকুল ইসলাম, এড. কবিরুল ইসলাম, আফরোজ মিয়া, আনোয়ার মিয়া, এছাড়াও সাবেক মেম্বার তোফায়েল আহমদ, কবির আহমদ, সৈয়দুল ইসলাম, সাইদুল হক সবজিল, আলা উদ্দিন, জয়নাল আবেদীন, সফিকুল ইসলাম,সিরাজুল ইসলাম, সাইফুর রহমান, নুরুজ্জামানসহ পাঁচ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত