সিলেটটুডে ডেস্ক

১৩ অক্টোবর, ২০১৯ ১৯:৩১

সিলেট-সুনামগঞ্জ সড়ক চারলেন রূপান্তর করার দাবি

নিসচা সুনামগঞ্জ জেলা শাখার গোলটেবিল বৈঠক

সিলেট-সুনামগঞ্জ সড়ক চারলেন রূপান্তর করার দাবি জানিয়েছে নিসচা সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

রোববার (১৩ অক্টোবর) বিকাল ৪টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সড়ক দুর্ঘটনা আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মহিম তালুকদারের পরিচালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মো. জহিরুল ইসলাম মিশু।

সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ সদরের ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. মোজাম্মেল হক, যাত্রী অধিকার আন্দোলনের সভাপতি মালেখ হোসেন পীর, যাত্রী কল্যাণ পরিষদের আহ্বায়ক আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা নিসচার উপদেষ্টা মো. বোরহান উদ্দিন, সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, সাংবাদিক মো. আমিনুল হক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আল হেলাল, সাংবাদিক ফোয়াদ মনি, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সরকার, নিসচা সিলেট মহানগরের যুব বিষয়ক সম্পাদক মো. মাসুদুজ্জামান তপাদার মুক্তার, ফারুক আহমদ, মো. তাজ উদ্দিন, মোহাম্মদ আলী, সেলিম আহমদ, মো. শাহরিয়ার হোসেন, মো. সাদেক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়ক হচ্ছে ব্যস্ততম সড়ক প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য গাড়ি চলাচল করে এক জেলা থেকে দেশের বিভিন্ন জেলায় যাত্রীরা যাতায়াত করেন। অথচ এই দীর্ঘ ৬০ কি.মি রাস্তা খুবই সংকীর্ণ যার কারণে দুর্ঘটনা অনেকাংশে বেড়েই চলছে তাই এখন সিলেট-সুনামগঞ্জ সড়ককে চারলেনে উত্তীর্ণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।

বক্তারা বলেন, শুধু চালকের কারণেই সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়না। সড়ক দুর্ঘটনারোধে দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা। সভায় সড়ক দুর্ঘটনারোধে মাননীয় প্রধানমন্ত্রীর ১৭দফা নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করার জোর দাবি জানানো হয়। অচিরেই সিলেট-সুনামগঞ্জ সড়ক থেকে সকল প্রকার হাট-বাজার দ্রুত অপসারণ করার জোর দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত