তাহিরপুর প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০১৯ ১৯:৪৭

তাহিরপুরে ১৮ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ডাকাতি মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালামকে (৩৭) ১৮ বছর পর গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার কালিজুরী গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে অংশ নেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন, এসআই জহির ও গৌরীপুর থানার এসআই নজরুল ইসলাম। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিকালে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়। তিনি উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, জিআর ২/৯৯ সালের ডাকাতি মামলার তিন বছরের সাজা প্রাপ্ত আসামি আবুল আত্মগোপন করে এলাকা ছেড়ে চলে যায়। দীর্ঘ ১৮বছর ধরে পলাতক থাকার পর রোববার তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে আবুল কালামকে (৩৭) জেল হাজতে পাঠানো হবে।

তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত