দিরাই প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০১৯ ২২:৪৪

দিরাইয়ে বিক্রয় মূল্য প্রদর্শন না করায় ফুলকলিকে জরিমানা

বিদেশী পণ্যের মোড়কে আমদানীকারক প্রতিষ্ঠানের নাম ও বিক্রয় মূল্যের স্টিকার না থাকায় সুনামগঞ্জের দিরাইয়ে ফুলকলিকে ৮ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়।

একই সাথে ভেজাল বিরোধী অভিযান অপরিচ্ছন্নতা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকার অপরাধে একই এলাকার আরও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) দিরাই বাজারে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লার নেতৃত্বে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

অভিযান চলা কালে বিদেশী পণ্যের মোড়কে আমদানীকারক প্রতিষ্ঠানের নাম ও বিক্রয় মূল্য না থাকায় ফুলকলিকে ৮ হাজার টাকা, অপরিচ্ছন্নতার দায়ে হোটেল বিলাসকে ১৫ হাজার টাকা, হোটেল রুচিতাকে ১৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকার অপরাধে মেসার্স অনুকূল ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভেজাল বিরোধী অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়কে সহযোগিতা করে দিরাই থানা পুলিশ।

অভিযানের ব্যাপারে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লা বলেন, ভোক্তা অধিকার আইনে দিরাই বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত