জগন্নাথপুর প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০১৯ ১৯:৪৭

জগন্নাথপুরে ইউপি নির্বাচন: আ. লীগ প্রার্থীর নির্বাচন বর্জন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটড়গ্রহণের শেষ সময়ে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির।

প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জাল ভোটের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

দীর্ঘ ১৩ বছর পর সোমবার এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে বেলা পৌনে ৪টার দিকে মিরপুর পাবলিক হাইস্কুল ভোট কেন্দ্রে এসে গণমাধ্যমকর্মীদের কাছে নির্বাচন বর্জনের ঘোষণঅ দেন তিনি। এসময় পুলিশ প্রশাসনের পক্ষপাতের অভিযোগ তুলেন কাদির।

নির্বাচন বর্জন দলীয় সিন্ধান্ত কি না এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। বর্জনের কারণ হিসেবে তিনি আরো উল্লেখ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বি সতন্ত্র প্রার্থী মাহবুবুল হক শেরীন মিরপুর বহুমুখি পাবলিক কেন্দ্রে গেইট বন্ধ করে ব্যালট বাক্স নিয়ে গিছেন।

তবে এমন অভিযোগ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তারা অস্বীকার করেন।

আব্দুল কাদির বলেন, ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের লোকজনদের নৌকার বিরুদ্ধে থাকা সহ তাদের প্রতি কোন প্রকার আস্থা না থাকায় নির্বাচন বর্জণের কথা জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত