জুড়ী প্রতিনিধি

২০ অক্টোবর, ২০১৯ ১২:১৬

জুড়ীতে বৈদ্যুতিক সঞ্চালন লাইন ছিঁড়ে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীর মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীর ভুয়াই বাজারে ৩৩ হাজার কেভির বৈদ্যুতিক সঞ্চালন লাইন ছিঁড়ে দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে জসীম উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ভুয়াই বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

জসীম জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুরের সিরাজউদ্দিনের ছেলে।

কুলাউড়া ফায়ার সার্ভিস ও পুলিশ জানা যায়, সন্ধ্যায় উপজেলার ভুয়াই বাজারের মোবাইল রিচার্জের ক্ষুদ্র ব্যবসায়ী জসীম উদ্দিনের দোকানে ওপর পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভির সঞ্চালন লাইন শর্টসার্কিট হয়ে ছিড়ে পড়ে ভয়াবহ আগুন ধরে যায়। এ সময় জসীম উদ্দিন দোকানর ভিতর থাকায় তিনি ভিতরে আটকা পড়েন।

স্থানীয় ব্যবসায়ী ও লোকজন কুলাউড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ ও জসীমকে মৃতবস্থায় উদ্ধার করে জুড়ী থানায় হস্তান্তর করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেন, জসীম উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত