ছাতক প্রতিনিধি

০১ নভেম্বর, ২০১৯ ২২:৩০

ছাতকে লুৎফুর রহমান সরকুম স্মরণে শোকসভা

সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, লুৎফুর রহমান সরকুম ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। বর্তমান সময়ে লুৎফুর রহমান সরকুমের মতো এমন একজন দক্ষ রাজনীতিবিদের বড়ই প্রয়োজন ছিল। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের নির্লোভ এক সৈনিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব।

শুক্রবার (০১নভেম্বর) বিকেলে ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক লুৎফুর রহমান সরকুম স্মরণে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, আব্দুল হালিম বীর প্রতীক, আব্দুল মজিদ বীর প্রতীক, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, দোয়ারা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক, ইউপি চেয়ারম্যান আমিরুল হক, গয়াছ আহমদ, আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা, সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাজী নিজাম উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. ছায়াদুর রহমান ছায়াদ, জেলা পরিষদ সদস্য আব্দুস সহিদ মুহিত। বক্তব্য রাখেন, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. ছায়াদুর রহমান ছায়াদ, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মুরাদ হোসেন, আওয়ামী লীগ নেতা সামছুজ্জামান রাজা, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, দোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, দোয়ারার সাবেক কমান্ডার সফর আলী, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু বক্কর রাজা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, মরহুমের কন্যা সাবিয়া সুলতানা লিনা প্রমুখ।

সভায় ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আব্দুল হেকিম, আখলাকুর রহমান, জসিম উদ্দিন মাষ্টার, কাজী আনোয়ার মিয়া আনু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কদর মিয়া, ফজর উদ্দিন, আব্দুল খালিক, আব্দুল ওয়াহিদ, আফজাল আবেদীন আবুল, আওয়ামী লীগ নেতা চান মিয়া চৌধুরী, আফজাল হোসেন, মোশাহিদ আলী, আব্দুল মান্নান, গিয়াস উদ্দিন, হারুন মিয়া, সামছু মিয়া, মাওলানা আক্তার হোসেন, এম রশিদ আহমদ, আফতাব উদ্দিন, আবুল হাসনাত, আব্দুল খালিক, আব্দুল আওয়াল, বাবুল রায়, সাব্বির আহমদ, এড. সাহাব উদ্দিন, এড. জমির উদ্দিন, রফিকুল ইসলাম কিরন, ফারুক আহমদ সরকুম, মইনুল হোসেন, সিরাজুল হক, জামাল উদ্দিন,সোয়েব আহমদ, মোনায়েম আহমদ, মুহিবুর রহমান তালুকদার টুনু, আছকির আলী, শাহীনুর রহমান চৌধুরী, ফজলে করিম লিলু, জোয়াদ আলী, আজমান আলী, মিজানুর রহমান হিরু, আব্দুস ছালাম, কয়ছর আহমদ চৌধুরী, আব্দুল জব্বার খোকন, পীর আমিনুল হক টুনু, মাহবুব মিয়া, মাহফুজ বাবলু, রাসেল মাহমুদ, হাজী জয়নাল আবেদীন, কৃপেশ চন্দ, মঞ্জুর আলম, বিমান ঘোষ, এনামুল হক, তানভির আহমদ, ফজলু মিয়া মেম্বারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার আগে শহরে একটি বিশাল শোক র‌্যালি বের করা হয়।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জিন সাজ্জাদুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত