হবিগঞ্জ প্রতিনিধি

০৪ নভেম্বর, ২০১৯ ২২:৫৬

পেঁয়াজের দাম বেশি রাখায় হবিগঞ্জের তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জে পেঁয়াজের দাম বেশি রাখার অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে শহরের চৌধুরী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় হবিগঞ্জ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে তিনি সাংবাদিকদের জানান, সোমবার পেঁয়াজের দাম কমে কেজি প্রতি ১১০ টাকায় এলেও বাজারের অস্থিরতার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী আগের দিনের ১২০ ও ১৩০ টাকা দামেই তা বিক্রি করার দায়ে অভি স্টোরকে দুই হাজার, শেখ জুলি স্টোরকে দুই হাজার ও সুবোধ কুড়ি নামে এক প্রতিষ্ঠানকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত