নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০১৯ ১৪:২৭

মহিলা কলেজে 'রবীন্দ্রনাথ ও বাংলাদেশ' শীর্ষক সেমিনার

সিলেট সরকারি মহিলা কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষ স্মরণে 'রবীন্দ্রনাথ ও বাংলাদেশ' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় মহিলা কলেজ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের উদ্বোধন করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যক সেলিনা হোসেন।

এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন অধ্যাপক ড. উষারঞ্জন ভট্টাচার্য্যসহ রবীন্দ্র গবেষকরা।

সেমিনারে রবীন্দ্রনাথের জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন তারা।

বিকেলে রবীন্দ্রনাথের ৭ শত আলোকচিত্র নিয়ে দুই দিনব্যাপী প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন রয়েছে।

এতে রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন ভারত ও বাংলাদেশের প্রখ্যাত শিল্পীরা।

 

আপনার মন্তব্য

আলোচিত