গোয়াইনঘাট প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০১৯ ২২:১৪

সড়ক আইন বাস্তবায়নে গোয়াইনঘাট পুলিশের র‍্যালি

সড়ক নিরাপত্তায় সরকারের ঘোষিত সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নে সিলেটের অন্যান্য উপজেলার ন্যায় গোয়াইনঘাটেও ট্রাফিক সচেতনতা মূলক সভা, র‌্যালি ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা ট্রাফিক পুলিশ বিভাগের আয়োজনে ও গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে উপজেলার সীমানা দিগন্ত সালুটিকর বাজারে এ র‍্যালি, পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদের নেতৃত্বে শুরুতেই সালুটিকরস্থ নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স  প্রাঙ্গণ থেকে এক র‌্যালি বের হয়ে সালুটিকর-গোয়াইনঘাট ও সালুটিকর-ভোলাগঞ্জ সড়ক প্রদক্ষিণ, ট্রাফিক আইনসহ সচেতনতামুলক লিফলেট বিতরণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

সিলেট জেলা ট্রাক-পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত গোয়াইনঘাট উপজেলা পশ্চিম উপ- কমিটির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ।

ট্রাফিক পুলিশ সময়র টিআই মারিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো সালাহ উদ্দিন, নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান, সমাজসেবী লুৎফর রহমান, ট্রাক শ্রমিক গোয়াইনঘাট উপজেলা পশ্চিম উপ-কমিটির সভাপতি হাফিজুর রহমান, সহ সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সুমন, সহ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, ব্যবসায়ী ফরিদ মিয়া, সালুটিকর ইমা লেগুনা শাখার সাধারণ সম্পাদক আলাজুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এসআই সুরঞ্জিত তালুকদার, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বাছেদ মিয়া,এএসআই মামুন রশিদ প্রমুখ।

আলোচনা সভায় সমবেত জনসাধারণের উদ্দেশ্যে থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, আইন মানুষের কল্যাণে হয়ে থাকে,আর তা বাস্তবায়ন আমাদের সকলের দায়িত্ব।  নতুন সড়ক আইন বাস্তবায়ন হলে সড়কে অকাল মৃত্যুরোধ, সড়ক দুর্ঘটনায় আহত, পঙ্গুত্ববরণরোধসহ সড়ক নিরাপত্তায় ব্যবস্থায় আমুল পরিবর্তন চলে আসবে এবং এ থেকে জনগণই উপকৃত হবেন।

জনসাধারণের জানমাল রক্ষায় সরকারের ঘোষিত আইন বাস্তবায়নে তিনি সচেতনতা সৃষ্টিসহ সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত