নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০১৯ ১৪:৫৯

মালয়েশিয়ায় স্বল্পমূল্যে শ্রমিকদের কর্মসংস্থান হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রুটে বিআরটিসি ডাবল ডেকার বাস উদ্বোধন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, মালয়েশিয়ায় শ্রম বাজারে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে 'সিন্ডিকেট' কোনও সমস্যা হবে না। স্বল্পমূল্যে মালয়েশিয়ায় শ্রমিকদের কর্মসংস্থান হবে। এক্ষেত্রে যা যা করনীয় সব করবে সরকার।

শনিবার (৯ নভেম্বর) সকালে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রুটে বিআরটিসি ডাবল ডেকার বাস সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পর্যটন বিকাশে বিআরটিসি বাস সার্ভিস আরও সম্প্রসারিত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এক্ষেত্রে কোনও বাধা মেনে নেওয়া হবে না।

উল্লেখ্য, পর্যটনসমৃদ্ধ সিলেটের কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রুটে সিলেট থেকে দুটি বিআরটিসি ডাবল ডেকার বাস প্রতিদিন চলাচল করবে।

ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য

আলোচিত