কমলগঞ্জ প্রতিনিধি

১১ নভেম্বর, ২০১৯ ২৩:১২

কমলগঞ্জে দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ কর্মশালা

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আয়োজনে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় এক দিনের ব্লক বাটিক, বিউটিফিকেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টায় লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রোগ্রাম (এলজিএসপি) এর সহযোগিতায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ মৌলভীবাজার এর উপপরিচালক মোহাম্মদ রোকন উদ্দীন।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতি অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন এলজিএসপি-৩ ডিএফ ফারজানা মুস্তাহিদ, পৌরসভার সচিব মুহাম্মদ বেলাল চৌধুরী, প্রশিক্ষক প্রভাষক রাবেয়া খাতুন, রুমানা আক্তার প্রমুখ।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ব্লক বাটিকে ১৫ জন ও বিউটিফিকেশনে ১৫ জন মোট ৩০ জন নারী অংশ গ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত