বড়লেখা প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০১৯ ১৮:০৯

বড়লেখায় মাঠ দিবস

মৌলভীবাজারের বড়লেখায় পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় মাঠ দিবস পালন করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গ্রামতলা গ্রামে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।  

চলতি মৌসুমে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে তিনটি (প্রদর্শনী) লাউ ফসলের ক্ষেতের উপর জৈব ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করা হয়। এই পদ্ধতির মাধ্যমে কোনো প্রকার রাসায়নিক বালাইনাশক ব্যবহার না করে নিরাপদ সবজি উৎপাদন করা সম্ভব হয়েছে। এ উপলক্ষেই মাঠ দিবস করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার। উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. মাছুম বিল্লার সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ, বড়লেখা উপজেলা শাখা সভাপতি ইমরান আহমদ প্রমুখ। এছাড়া এলাকার কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত