কমলগঞ্জ প্রতিনিধি

১৫ নভেম্বর, ২০১৯ ২১:৩৫

কমলগঞ্জে রাজদিঘীরপার বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জের ২নং পতনঊষার ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজদিঘীরপার বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় রাজদিঘীরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ২২৭ জন। ৭টি পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তার মধ্যে সভাপতি পদে মো. আব্দুস শহীদ (আনারস) প্রতীক ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধী জগলু রহমান চকদার (ছাতা) ১০৩ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে মো. ইসমাইল মিয়া (ফুটবল) প্রতীক ১১৭ ভোটে পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধি মো. ইব্রাহীম আলী (দেয়াল ঘড়ি) ১০২ ভোট পান। সহসভাপতি পদে মো. মোশাহীদ আলী (কাপ পিরিচ) ৯৪ ভোট, যুগ্ম সম্পাদক পদে মো. মোশাহীদ আলী (পদ্মফুল) ১৫৯ ভোট, কোষাধ্যক্ষ পদে রুকন আহমদ (হরিণ) ১২৫ ভোট, প্রচার সম্পাদক পদে মো. লিয়াকত মিয়া (সিএনজি) ১৪৪ ভোট, সদস্য পদে সোহেল মিয়া (পাখা) ১৫৭ ভোট, মোতালিব মিয়া (মাছ) ১৫২ ভোট, মকদুস মিয়া (মই) ১৪৪ ভোট, মো. হেলাল মিয়া (মোরগ) ১৩১ ভোট ও অলক ভট্টাচার্য (আম) ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী মো. পনিরুজ্জামান। প্রধান নির্বাচনের কমিশনার ছিলেন আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিখিল কান্তি গোস্বামী। রাজদিঘীরপার বাজার পরিচালনা কমিটির আহবায়ক ও ২নং পতনঊষার ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত