ছাতক প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০১৯ ১৬:৫৩

ছাতকের ইয়াকুব আলী স্মরণে শোক সভা

সুনামগঞ্জের ছাতকে ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের বাসিন্দা মৌলভী ইয়াকুব আলী স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে এলাকাবাসীর উদ্যোগে গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন বালুর মাঠে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক সভায় বক্তারা, ইয়াকুব আলী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

অ্যাডভোকেট আবুল কালামের সভাপতিত্বে ও আতাউর রহমান এমরান এবং আশরাফুর রহমান এনামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য দেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক উত্তর পূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামস উদ্দিন কাছা মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিন, গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মহি উদ্দিন, ব্যবসায়ী আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরী, আবুল লেইছ মো. কাহার, আব্দুল লতিফ মাষ্টার, সাবেক মেম্বার নুর আলম, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামসুল হক, মুজিবুর রহমান, আরশ আলী মাষ্টার, সুধাংশু শেখর দত্ত, ফারুক আহমদ সরকুম, সদরুল আমিন সোহান, হুসাইনুজ্জামান লিটন, তাজ উদ্দিন, আবু জাহিদ মো. আব্দুল গাফ্ফার, সাবেক ইউপি সদস্য আলী আশরাফ তাহিদ, আফরোজ বখত, জসিম উদ্দিন, গৌছ উদ্দিন প্রমুখ।

শোক সভায়, আলা উদ্দিন, সাবেক মেম্বার সমশির আলী, আব্দুস ছোবহান, প্যানেল চেয়ারম্যান দিদার আলম, আব্দুল খালিক মনাই, হাজি সমর উদ্দিন, জইন উদ্দিন আহার, কবির উদ্দিন, সাবেক মেম্বার আজাদ মিয়া, মুক্তিযোদ্ধা ময়না মিয়া, আলী, আসকর লাভু, সাবেক মেম্বার লালা মিয়া, কয়সর খান, দেলোয়ার হোসেন, কয়সর আহমদসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, মো. সাদিক মিয়া। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করেন, হাফেজ মাওলানা, মনজুর আলম ফরজু।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ সাদা ব্রিজ এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন শিবনগর গ্রামের মৃত খুরশিদ আলীর পুত্র মৌলভী ইয়াকুব আলী।


আপনার মন্তব্য

আলোচিত