গোয়াইনঘাট প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০১৯ ১৭:০৭

গোয়াইনঘাটে পিইসি ও ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিবে ৬ হাজার ১৩৯ শিক্ষার্থী

সিলেটের গোয়াইনঘাটে পিইসি পরীক্ষায় ৬ হাজার ১৩৯জন শিক্ষার্থী অংশ নিবে। তার মধ্যে পিইসি পরীক্ষায় ৫ হাজার ৮৯২ জন এবং ইবতেদায়ী পরীক্ষায় ২৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ২১টি সেন্টারে ১ জন করে ২১ জন কেন্দ্র সচিব, ২৪৭জন ইনভেজিলিটর ও ১ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

গোয়াইনঘাট উপজেলা শিক্ষা অফিসার মো. ইকবাল মিয়া জানান, পিইসি ইবতেদায়ী পরীক্ষা সম্পন্নের জন্য উপজেলা শিক্ষা অফিস সব প্রস্তুতি শেষ করেছে। ২১টি সেন্টারে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল জানান, গোয়াইনঘাট উপজেলায় পিইসি ও ইবতেদায়ী পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন তরফে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। প্রতিটা কেন্দ্রে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র সমূহের আশপাশে কোন ধরনের যানবাহন,পার্কিং এবং কোন ধরনের জটলা সৃষ্টি না করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত