তাহিরপুর প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০১৯ ১৯:১৯

তাহিরপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) এ উপলক্ষে দুপুর ১২টার সময় উপজেলা পরিষদের পাবলিক লাইব্রেরিতে প্রস্তুতি সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা বিজেন ব্যনার্জি সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল গনি মিয়া, আব্দুল মজিদ, জালাল উদ্দিন, উপজেলা আ.লীগের সহ সভাপতি আলী মুর্তুজা,নুরুল আমিন সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দপ্তর সম্পাদক রমেদ্র নারায়ন বৈশাখ, যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশাররফ হোসেন,তাহিরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান প্রমুখ।

এছাড়াও সভায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও সরকারী বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বিজয় দিবস বিষয়ে বিভিন্ন দিক নিদর্শন ও পরামর্শ দেন সভায়।

সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তানরা যেন সংবর্ধনা অনুষ্ঠানে না থাকে। সে সময় কেউ যদি উপস্থিত থাকে তারা যেন নিজ দায়িত্বে অনুষ্ঠান থেকে বেরিয়ে যায়। এছাড়াও বিভিন্ন পরার্মশ দেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত