হৃদয় দাশ শুভ, শ্রীমঙ্গল

১৯ নভেম্বর, ২০১৯ ০২:০৫

শুনেছেন দাম বাড়বে, কোথা থেকে শুনেছেন জানেন না

শ্রীমঙ্গলেও লবণের গুজব

কদিন ধরেই পেঁয়াজ নিয়ে চলছে হুলস্থূল। তবে সোমবার সন্ধ্যা হতেই পুরো শ্রীমঙ্গল শহর যেন গুজবের শহরে পরিণত হয়৷ কে বা কারা শহরময় ছড়িয়ে দেয় পেয়াজের মত লবণের দামও বৃদ্ধি পাবে৷

সেই গুজব মুহূর্তের মধ্যেই শ্রীমঙ্গল শহরে ছড়িয়ে পরে দাবানলের মত৷ লবণ কিনতে ঘর থেকে দল বেধে বেরিয়ে আসেন লোকজন৷

সন্ধ্যার পর থেকেই শহরের প্রতিটি দোকানে লাইন পরে যায় লবণ কেনার জন্য৷

সরেজমিনে শ্রীমঙ্গল শহরের নতুনবাজারের খোলাবাজারে গিয়ে দেখা যায় প্রায় প্রতিটি দোকানের সামনে লবণ কেনার জন্য ক্রেতাদের ভীড়৷ কেউ এক কেজি কেউ বা আবার দশ কেজি করে কিনছেন লবণ৷

জানতে চাইলে শরীফ নামের এক ক্রেতা জানান, শুনেছি লবণের কেজি একশ' টাকা হবে তাই যতটুকু পারি কিনে নিয়ে যাচ্ছি৷

কার কাছ থেকে শুনেছেন এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেন নি তিনি৷

আরেক ক্রেতা জামাল লবণ কিনেছেন পাঁচ কেজি। তিনি বলেন, সারা শহরে সবাই বলছে লবণ নাকি পাওয়া যাবে না কাল থেকে তাই কিনে নিয়ে যাচ্ছি৷

শহরের শাহেদ স্টোরে স্বত্বাধিকারী শাহেদ আহমেদ বলেন, হঠাৎ করে সন্ধ্যার পর থেকে দলে দলে লবণ কিনতে লোকজন আসেন। সবাই-ই এসে বলেন লবণের দাম নাকি বাড়বে কিন্তু আমরা এরকম কোন তথ্য পাই নি। আমরা লবণের প্যাকেটে লেখা নির্ধারিত মূল্যেই লবণ বিক্রি করছি৷

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা। কোথাও লবণের দাম বাড়ার কোন খবর পাওয়া যায় নি৷ সবাইকে গুজবে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ করেন তিনি৷ লবণের দাম নিয়ে যে গুজব বেড়িয়েছে তাতে কান দিবেন না কেউ। লবণের দাম বাড়ে নি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমরা এরই মধ্যে গুজবের বিরুদ্ধে মাইকিং বের করিয়েছি। যারা এই গুজবের ছড়াচ্ছে তাদের খুঁজে বের করার জন্য আমরা কাজ করছি।

আপনার মন্তব্য

আলোচিত