হবিগঞ্জ প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০১৯ ১২:১৫

লবণের দাম বৃদ্ধির গুজব : হবিগঞ্জে ৪ ব্যবসায়ীর দণ্ড

হবিগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় লবণের দাম বৃদ্ধির গুজব ছড়ানোয় চৌধুরী বাজার এলাকায় ৪ জনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত রানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন। ২ জনকে ১০ দিন করে কারাদণ্ড ও ২ জনকে অর্থদণ্ড দেওয়া হয়।

১০ দিন করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের রাজনগর এলাকার ব্যবসায়ী মো. আব্দুল কাদির নানু ও বাতিরপুর এলাকার কানাই দাসের ছেলে সুরঞ্জিত দাস।

এক হাজার টাকা করে অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- চৌধুরী বাজার এলাকার রাজকুমার রায়ের ছেলে মিঠুন রায় ও নোয়াহাটি এলাকার রবিন্দু পালের ছেলে রঞ্জিত পাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত রানা বলেন, ‘সন্ধ্যার পর থেকেই হবিগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় গুজব রটে লবণের দাম বৃদ্ধি পাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে শহরের চৌধুরী বাজার এলাকায় গিয়ে খবর পাই, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লবণ মজুদ করছে।’

তিনি আরও বলেন, ‘এনএসআই সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে ৬ জনকে আটক করেন। জব্দ করা হয় প্রায় ৫০ কেজি লবণ। ২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়া অপর ৪ জন নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়।’

ইয়াসির আরাফাত আরও বলেন, ‘যারা এ গুজব রটাবে বা কৃত্রিম সংকট তৈরি করতে লবণ মজুদ রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণকেও এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’

আপনার মন্তব্য

আলোচিত