তাহিরপুর প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০১৯ ১৮:২১

তাহিরপুরে গ্রাম আদালত বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গ্রাম আদালত বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরিতে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির সভাপতিত্বে উপজেলা সমন্বয়কারী মাহবুব আলম পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, উপজেলা সহকারী ভূমি কমিশনার মুনতাসির হাসান পলাশ, গ্রাম আদালত প্রকল্প জেলা সমন্বয়কারী আব্দুল করিম প্রমুখ।

এসময় উপজেলা সাংবাদিক, ৭টি ইউনিয়নের মহিলা মেম্বার ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্যগনসহ তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ সমন্বয়কারী বিপ্লব সরকার, বাদাঘাট ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত সমন্বয়কারী আকলিমা আক্তার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) স্থানীয় সরকার বিভাগ। সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট)।

এসময় গ্রাম আদালতে নারীর অংশ গ্রহণ বিষয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করে দিকনির্দেশনা দেন গ্রাম আদালত প্রকল্প সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী আব্দুল করিম।


আপনার মন্তব্য

আলোচিত