গোলাপগঞ্জ প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০১৯ ২১:১২

গোলাপগঞ্জে গুজব প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

সিলেটের গোলাপগঞ্জে লবণের মূল্য বৃদ্ধি সংক্রান্ত গুজব প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল মিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিমল চৌধুরী, এনাম আহমদ, উছমান আহমদ, সমাজ সেবী ফারুক আহমদ প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুর রহমান বলেন, একটি অসাধু চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য লবণের মূল্য বৃদ্ধি পেয়েছে বলে গুজব ছড়িয়েছিল। ব্যবসায়ী সমাজসহ সর্ব মহলের সহযোগিতায় এ গুজব প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

এ জাতীয় গুজব প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ী সমাজসহ সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত