ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০১৯ ২২:২২

লবণ নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে ফেঞ্চুগঞ্জে মাইকিং

ফেঞ্চুগঞ্জে  লবণের বৃদ্ধি নিয়ে সৃষ্ট গুজবে এখনো বিভ্রান্ত অনেকে।। লবণ নিয়ে মানুষের মাঝে চলছে নানা আলোচনা। জনগনের বিভ্রান্তি দূর করতে মাঠে নেমেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার বিকালে লবণের দাম বাড়া নিয়ে গুজবে কান না দিতে মাইকিং করেছে।

সিলেট জেলা পুলিশ সুপার এর নির্দেশে মঙ্গলবার বিকালে ফেঞ্চুগঞ্জ বিভিন্ন জায়গায় মাইকিং করে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার বদরূজ্জামান।

এসময় তারা বলেন, গুজবে কান দেবেন না। দেশের সব জায়গায় লবণের প্রচুর মজুদ আছে। প্রয়োজনের অতিরিক্ত লবণ না কিনতে এসময় আহবান জানিয়েছেন।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরূজ্জামান বলেন, লবণের দাম বাড়েনি। একটি অসাধু চক্র লবণের দাম বৃদ্ধির গুজব রটাচ্ছে । এরকম গুজব রটিয়ে জনসাধারণে বিভ্রান্তির সৃষ্টি করলে তাকে আইনের আওতায় আনা হবে। বেশি দামে কেউ লবণ বিক্রি করলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত