সিলেটটুডে ডেস্ক

২০ নভেম্বর, ২০১৯ ১৬:২৫

সিলেটে ট্রাক ধর্মঘট

সড়ক পরিবহন আইন ২০১৮ সংস্কার করার দাবিতে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৯ টায় দক্ষিণ সুরমা মোগলাবাজার থানা আঞ্চলিক কমিটির কার্যালয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়।

শ্রমিকরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. জুবের আহমদ, যুগ্ম সম্পাদক মো. আলী, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য আলী আহমদ ও মতিন মিয়া স্থানীয় একটি রেস্টুরেন্টে নাস্তা করতে গেলে সাধারণ শ্রমিকরা তাদের অবরোধ করে রাখে। খবর পেয়ে দক্ষিণ সুরমা মোগলাবাজার থানা আঞ্চলিক কমিটির সভাপতি কাওছার আহমদসহ নেতৃবৃন্দরা গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের উদ্ধার করে জরুরী সভার সিদ্ধান্ত হয়।

সভায় সাধারণ শ্রমিকদের আন্দোলনের মুখে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ সংস্কার করার দাবিতে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিতে বাধ্য হন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সহসভাপতি মো. জুবের আহমদ, যুগ্ম সম্পাদক মো. আলী, সহ-সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য শরিফ আহমদ, আলী আহমদ, জলিল মিয়া, আব্দুল মতিন, বিলাল আহমদ দক্ষিণ সুরমা মোগলাবাজার থানা আঞ্চলিক কমিটির সভাপতি কাওছার আহমদ, সহসভাপতি জুমায়েল ইসলাম জুমেল, সম্পাদক মারুফ আহমদ, সহসম্পাদক ফলিক আহমদ, সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ, কোষাধ্যক্ষ কুতুব আলী, সদস্য শাকিল আহমদ, মো. জমির আলী, কুটি মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত