ছাতক প্রতিনিধি

২০ নভেম্বর, ২০১৯ ২০:৪৬

ছাতকে সিলেটের বিভাগীয় কমিশনারের মতবিনিময়

সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও সরকারী কার্যক্রম পরিদর্শন এবং জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক সরকারী অনার্স-ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সাব-রেজিস্টার আব্দুল করিম ধলা মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুবুর রহমান, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম প্রমুখ।

এসময় ডা. কে এম শাহীন রেজা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বাবুল চন্দ্র দে, বাউবি’র সহকারী পরিচালক সিদ্দিকুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, সোনালী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আব্দুল জলিল, ভিএসএসও শাহ মোহাম্মদ শফিকুর রহমান, ছাতক টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রতন কুমার পণ্ডিত, চিপ ইন্সট্রাকটর প্রকৌশলী জামিউল আখতার খন্দকার, খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, আনসার-ভিডিপি কর্মকর্তা তামিম আল জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদের, ট্রেনিং কো-অর্ডিনেটর সাদেকুর রহমান, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ভানুজয় দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, উপ সহকারী প্রকৌশলী (পজীপ) শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী ফজলে হাসান রাব্বী, টিএমএসএস’র শাখা প্রধান পিংকু চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আবুল হাসনাত, সাইফুল ইসলাম, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী জুলকার নাইন, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জাকির আহমদ শাফী, ইউপি সদস্য সুনু মিয়াসহ সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভা কার্যালয় পরিদর্শন শেষে দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে পৌর কর্তৃপক্ষ ও কাউন্সিলরদের সাথে মতবিনমিয় করেন। পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও সচিব আবুজর গিফারীর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

দিনের বিভিন্ন কর্মসূচীর মধ্যে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়, পৌরসভা কার্যালয়, সদর ভূমি অফিস ও বুড়াইরগাঁও অরুণোদয় গুচ্ছগ্রাম পরিদর্শন করেন। বিকেলে আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সাথে বৈঠক ও প্রকল্প পরিদর্শন করেন তিনি। ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গুচ্ছগ্রামের ১০ বাসিন্দাকে ১০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়। পরে তিনি গুচ্ছগ্রামে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসব কর্মসূচীর ফাঁকে বিভাগীয় কমিশনার ভূমি অফিস প্রাঙ্গণে ও পৌরসভা কার্যালয় আঙ্গিনায় বৃক্ষ রোপণে অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত