কমলগঞ্জ প্রতিনিধি

২০ নভেম্বর, ২০১৯ ২৩:১৬

অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে শমশেরনগরে ব্যবসায়ীকে জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ফেসবুকের মাধ্যমে অতিরিক্ত দামে লবণ বিক্রির খবর পেয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান চালিয়ে ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ষ্টেশন রোডে যায় এবং লবণ অতিরিক্ত দামে বিক্রয় করার প্রমাণ পেয়ে মেসার্স হাজী ইয়াকুব এন্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। পাশাপাশি ক্রেতাদের ন্যায্য মূল্যে পিঁয়াজ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে শমশেরনগর বাজার ও তার আশপাশের এলাকায় তদারকি অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত